জাতীয় মেলার স্বীকৃতি পেল গঙ্গাসাগর, ঘোষণা পুরীর শঙ্করাচার্যের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গঙ্গাসাগর মেলা চলছে মহা সমারোহে। লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে হাজির হচ্ছেন। গঙ্গাসাগরে এই মুহূর্তে আছেন শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। সোমবার তিনি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। তিনি বলেন, "নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর নরম মনোভাব দেখানো উচিত। কারণ, বাংলা তো বটেই, সাগরমেলায় দেখা মেলে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট থেকে আসা বহু মানুষের।"
মহারাজ আরও বলেন, "সরকার ঘোষণা করুক বা নাই করুক। আমি ঘোষণা করছি গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা। জাতীয় মেলা বলে আমি প্রতিবার আসি। বিজেপির গোপন এজেন্ডা হল আগে পশ্চিমবঙ্গ দখল করবে। তারপর গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করবে। কিন্তু গঙ্গাসাগর হিন্দুদের পবিত্র স্থান। হাজার হাজার বছর ধরে এটি পূজিত হয়ে আসছে। রাজনৈতিক ফায়দা তুললে এত বড় স্থানের মাহাত্ম্য সমুদ্রে বিসর্জিত হয়ে যাবে।"
এরপর ফের নিশানা করলেন মোদিকে ৷ বাদ গেলেন না যোগীও৷ তিনি বলেন, "নকল শঙ্করাচার্য বানানো হচ্ছে ৷ তা বানিয়ে ঘোরানো হচ্ছে বিভিন্ন পুণ্যক্ষেত্রে। পুরীর শঙ্করাচার্যকে নিয়ে ভয় সকলের । নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী সকলেই এই কাজ করেছেন । আর এখন মোদি ও যোগীও একই কাজ করছেন । যদি ভারতে ন্যায়তন্ত্র থাকত তাহলে সবার আগে মোদি ও যোগীকে শাস্তি দেওয়া হতো । শঙ্করাচার্য বানানো কি কোনও রাজনৈতিক দলের কাজ ? আমি কোনও রাজনৈতিক দলের লোক নই । আমাকে নিয়ে ওঁদের ভয় রয়েছে । আর তাই আমাকে টক্কর দেওয়ার জন্য নরসিমা রাও এক আতঙ্কবাদীকে নকল শঙ্করাচার্য তৈরি করে ঘুরিয়েছিলেন । বাজপেয়ীও নকল শঙ্করাচার্য করে ঘোরান । আর এখন মোদি যোগীও তাই করছেন । নকল প্রধানমন্ত্রী, নকল মুখ্যমন্ত্রী হয় কি ? কেউ নকল প্রধানমন্ত্রী তৈরি করলে তাঁকে হয় কেউ পাগল বলবে, নয় তো জেলে পাঠাবে । তাহলে নকল শঙ্করাচার্য কেন ? আমি বলছি, যদি ভারতে ন্যায়তন্ত্র থাকত তাহলে সবার আগে মোদি ও যোগীকে শাস্তি দেওয়া হতো । ওদের পাগলাগারদে পাঠানো উচিত ৷"