ফাঁকা মাঠে গোল! গভীর রাতে লোকসভায় পাশ মণিপুর প্রস্তাব
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – টানা ১২ ঘণ্টা ধরে ম্যারাথন ডিবেটের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হয় ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪। এরপরই লোকসভায় পাশ হয়ে গেল মণিপুর প্রস্তাব। সেই সময় বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন না। বলাই চলে, ফাঁকা মাঠে গোল দিল কেন্দ্র সরকার।
ওয়াকফ (সংশোধনী) বিল পাশের পরও অধিবেশন মূলতুবি করেননি স্পিকার ওম বিড়লা। তিনি জানান, এবার মণিপুর প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই আলোচনার সময় কেন্দ্র সরকারকে কড়া ভাষায় তোপ দাগেন বিরোধীরা। ডিএমকে সাংসদ কানিমোঝি বলেন, “সরকার যে মণিপুরকে একেবারেই গুরুত্ব দেয় না, সেটা বোঝা যাচ্ছে, এই মধ্যরাতে আলোচনার প্রস্তাব দেওয়ায়।“
কংগ্রেসের শশী থারুর মন্তব্য, “মণিপুরে এতদিন অগ্নিগর্ভ পরিস্থিতি অথচ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী একবারও সে রাজ্যে যেতে পারলেন না।” তৃণমূলের সায়নী ঘোষ জানান, “সারা বিশ্ব যখন মণিপুর নিয়ে উত্তাল, মহিলাদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, তখনও প্রধানমন্ত্রী নির্বিকার।”
বিরোধীদের আক্রমণের সাফাই দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মণিপুরে শান্তি ফেরানোর জন্য যা যা করণীয় করা হচ্ছে। সেখানে দুই জাতির সংঘর্ষ। কেন্দ্র সরকার এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। বিরোধীরা শুধু রাজনীতি করার জন্যই মণিপুর নিয়ে এত কথা বলছে।“ এরপর পাশ হয় মণিপুর প্রস্তাব।