News details

image

Rabi Mondal / 15 December, 2024

সমবায় ভোটে গোহারা শুভেন্দু, সবুজ আবীরে মাতল কাঁথি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - নিজের কেন্দ্রে গোহারান হারল শুভেন্দুর দল। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিপুল জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মোট ১০৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গেল ১০১টি আসন।

 কাঁথি সমবায় নির্বাচনে সবুজ ঝড়। এতদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অনুগামীরাই। কিন্তু এবার আসন ছিনিয়ে নিল তৃণমূল। ১০৮টি আসনের মধ্যে মাত্র ৭টি আসনে জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। বাকি ১০১টি আসনেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাড়বাড়িষার ৬টি আসনের মধ্যে ৬টি আসন, নন্দকুমারের ৯ টি আসনের মধ্যে ৯টি আসন, হলদিয়ার ১১টি আসনের মধ্যে ১১টি আসন, বেলদার ১০টি আসনের মধ্যে ১০ টি আসন, হেঁড়িয়ার ১৪টি আসনের মধ্যে ১৪টি আসন, মঙ্গলামাড়োর ৯টি আসনের মধ্যে ৯টি আসন, এগরার ১১টি আসনের মধ্যে ১১টি আসন, রামনগরের ১১টি আসনের মধ্যে ১১ টি আসন, কাঁথি- ৪ ক্ষেত্রের ৮টি আসনের ৮টি, কাঁথি-৫ ক্ষেত্রের ৪টি আসনের ৪টি আসন পায় তৃণমূল। তবে কাঁথি- ৬ নির্বাচনী ক্ষেত্রের ৩ টি আসনের সবকটি আসন পেয়েছে বিজেপি। এ দিকে কাঁথি- ১ নির্বাচনী ক্ষেত্রের ৫ টি আসনের মধ্যে ৩ টি পেয়েছে তৃণমূল।

 ভোটের ফল প্রকাশের পর উৎসবে মেতেছে তৃণমূল শিবির।তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, ‘‘এখন পর্যন্ত আমরা ১০১ আর বিজেপি ও নির্দল মিলিয়ে ৭টি আসন জিতেছে। এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যনার্জীর মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি শুধু নয়, সবকটি বুথেই খাতাই খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়া ভাবে বিজেপিকে বহিষ্কার করেছে। দীর্ঘদিন ধরে আইনি জটে এখানকার ভোট বানচালের চেষ্টা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হয়েছে। যা রাজ্যের ইতিহাসে লজ্জার। তার পরেও মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’’ 

 অন্যদিকে কারচুপির অভিযোগ এনেছে বিজেপি। বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন, "পশ্চিমবঙ্গের কোথাও যে স্বাভাবিক ভাবে নির্বাচন হয় না, তা কাঁথি সমবায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে এই সমবায় ভোটেও নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হল। এর পরেও একাধিক বুথে অশান্তি ছড়িয়েছে। বহু জায়গায় বিজেপির ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। এই চিত্র বুঝিয়ে দিল সমবায় ভোটে সাধারণ মানুষ নিজেদের মতামত জানানোর সুযোগ পেলেন না।"