আগামী সপ্তাহেই মহাকুম্ভে যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি,দিল্লি – সম্ভাবনা আরও জোরালো হল। আগামী ১০ ফেব্রুয়ারি প্রয়াগরাজে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্বের নানা প্রান্ত থেকে পূণ্য স্নানে সামিল হয়েছেন বহু মানুষ।
ইতিমধ্যেই পূণ্য স্নান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, শ্রীপদ নায়েক, বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী, রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা প্রসাদ পান্ডে, গোরখপুরের সাংসদ রবি কিষাণ।
এই তালিকায় রয়েছেন বলিউড ও খেলার দুনিয়ার বহু তারকা। তাঁরা হলেন - হেমা মালিনী, ভাগ্যশ্রী, ঈশা গুপ্তা, অনুপম খের, মিলিন্দ সোমান, অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়াল, ক্রিকেটার সুরেশ রায়না, কুস্তিগীর খালি, কোরিওগ্রাফার রেমো ডি সুজা।