ধস নামছে সোনার দামে! আজ ১০ গ্রামে ₹৬০০ পর্যন্ত পতন, কলকাতার বাজারে রীতিমতো আলোড়ন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোনার বাজারে আজ হঠাৎই বড়সড় পতন। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে রীতিমতো ধস। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ ১০ গ্রাম সোনার দাম কমেছে ₹২০০ থেকে ₹৬০০ পর্যন্ত।
India Bullion and Jewellers Association (IBJA)-এর পরিসংখ্যান বলছে, গত সপ্তাহে যেখানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ₹৯৮,৬৯১, আজ তা নেমে দাঁড়িয়েছে ₹৯৫,৭৮৪,অর্থাৎ এক ধাক্কায় ₹২,৯০৭ হ্রাস। আবার MCX-এর আগস্ট ফিউচার ডেটা অনুযায়ী, প্রতি ১০ গ্রাম সোনার দাম আজ প্রায় ১% পতনে এসে দাঁড়িয়েছে ₹৯৬,১০০-এর ঘরে, যেখানে সকালে ছিল ₹৯৬,২৬১।
এছাড়াও GoodReturns সূত্রে জানা যাচ্ছে, আজ ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ₹৬,০০০/১০০ গ্রামে এবং ২২ ক্যারেটের দাম কমেছে ₹৫,৫০০/১০০ গ্রাম। হিসেব বলছে, প্রতি ১০ গ্রামে দাম কমেছে গড়ে ₹৫৫০ থেকে ₹৬০০।
এই মূল্যহ্রাসে কলকাতার বড়বাজার, গড়িয়াহাট, হাতিবাগান, কামারহাটির মত সোনার পাইকারি ও খুচরো বাজারে দেখা গেছে ক্রেতার ঢল। তবে ব্যবসায়ীদের অনেকেই এই পতনে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, যদি এই পতন দীর্ঘস্থায়ী হয়, তাহলে সোনার বাজারে বড়সড় প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অর্থনীতি, ডলার-রূপির ওঠানামা ও বিনিয়োগকারীদের মনোভাব বদলের কারণে এমন পরিস্থিতি। ফলে এই মুহূর্তে সোনা কেনার উপযুক্ত সময় হলেও, সামনে আরও পতন হলে তা আবারও ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে।