image

দেশ / 24 January, 2025

সুখবর, দেশজুড়ে দুধের দাম কমাল আমুল

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দেশবাসীর জন্য সুখবর শোনাল নামী সংস্থা আমুল। নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে দিল এই সংস্থা। বলাই চলে আমজনতাকে কিছুটা রেহাই দিল আমুল। আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল – দুধের দাম কমানো হয়েছে।

শুক্রবার আমুলের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল – এই তিনধরণের দুধের ১ লিটারের প্রতি প্যাকেট ১ টাকা করে দাম কমানো হয়েছে।   

দাম কমে কত কত টাকা দাঁড়াল –
আমুল গোল্ড (১ লিটার) - ৬৫ টাকা। আগে ছিল ৬৬ টাকা। 
আমুল টি স্পেশাল (১ লিটার) - ৬১ টাকা। আগে ছিল ৬২ টাকা। 
আমুল তাজা (১ লিটার) - ৫৪ টাকা। আগে ছিল ৫৩ টাকা।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics