image

রাজ্য / 17 February, 2025

নিত্যযাত্রীদের জন্য থাকছে সুখবর! সাজানো হয়েছে গোবরডাঙা স্টেশন, থাকছে একাধিক সুবিধা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দুর্ভোগ কমল নিত্যযাত্রীদের। ঢেলে সাজানো হয়েছে গোবরডাঙা স্টেশন। লেআউট সংশোধন করে সেকশনাল স্পিড ৫০ কিমি/ঘণ্টা থেকে ১১০ কিমি/ঘণ্টা করা হয়েছে। 

    সূত্রের খবর, ফেব্রুয়ারি ১৫ ও ১৬ তারিখে রাত ১১:৩০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত কাজ হয় শিয়ালদা লাইনে। শিয়ালদহ বিভাগের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন বিভাগ এই কর্মযজ্ঞে একসঙ্গে কাজ করে। ডিআরএম শিয়ালদহ, শ্রী দীপক নিগমের নেতৃত্বে ৪০০-রও বেশি শ্রমিক, আধুনিক ট্র্যাক মেশিন, টাওয়ার ওয়াগন ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রকল্পটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়। এই প্রকল্পের মাধ্যমে লেআউট সংশোধন করে সেকশনাল স্পিড ৫০ কিমি/ঘণ্টা থেকে ১১০ কিমি/ঘণ্টা করা হয়েছে।

   পাশাপাশি ট্র্যাক রি-অ্যালাইনমেন্টের জন্য দুটি পয়েন্ট স্থানান্তরিত করা হয় এবং ৫০০ মিটার বাঁকা ট্র্যাক সোজা করা হয়। যার জেরে ১০টি ওভারহেড ইকুইপমেন্ট মাস্ট স্থানান্তরিত করা হয়। যা ট্রেনের গতি ও যাত্রার গুণগত মান উন্নত করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ট্রেন অপারেশন আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তর করা হয়। ও সিগন্যালিং সিস্টেমের উন্নতির জন্য পয়েন্ট জংশন বক্স, ডিসি ট্র্যাক সার্কিট বন্ড এবং ৬টি গ্লু জয়েন্ট স্থানান্তর করা হয়। 

    এই প্রকল্পে চাঁদপাড়া স্টেশনে প্ল্যাটফর্ম ২ লাইনের ডিপ স্ক্রিনিং করা হয়, যা ব্যালাস্ট অপসারণ করে ট্র্যাকের জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটায়। দত্তপুকুর – বিড়া সেকশনে বিসিএম মেশিন ৩৩১ ব্যবহারের মাধ্যমে ট্র্যাকের গভীর স্ক্রিনিং করা হয়। চাঁদপাড়া – বনগাঁ সেকশনে আপ ও ডাউন লাইনের ট্যাম্পিং সম্পন্ন করা হয়। ১০টি ক্যান্টিলিভারের পারিওডিক ওভারহল করা হয়।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics