বিদায় মনমোহন সিং, ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে পাড়ি দেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বাতিল করা হয়েছে শুক্রবারের সমস্ত সরকারি অনুষ্ঠান।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ আগামী ৭ দিনের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। অর্ধনমিত রাখা হবে দলের পতাকাও।
বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। খবর পেয়েই ছুটে গিয়েছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু শেষ রক্ষা আর হল না। প্রয়াত ৯২ বছরের রাজনীতিবিদ মনমোহন সিং। শোকের ছায়া ভারতের রাজনৈতিক মহলে।
মনমোহন সিংয়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী। স্থগিত করে দেওয়া হয়েছিল কর্ণাটকের বেলগাভিতে শুক্রবারের যাবতীয় কর্মসূচি। সূত্রের খবর, রাত ৯.১৫ মিনিট নাগাদ দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং।
১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে ছিলেন মনমোহন সিং। ১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পিভি নরসিং রাওয়ের মন্ত্রীসভায় দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। ২০০৪ সালে প্রধানমন্ত্রী হন ৯২ বছরের রাজনীতিবিদ। ২০০৯ সালেও ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মনমোহন সিং। মোট ১০ বছর ধরে প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেছেন তিনি।