সরকার পতন, অনাস্থা ভোটে হার ফ্রান্সের প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, ফ্রান্স – ৩ মাস আগেই ফ্রান্সের সরকার গঠন করেছিলেন মিশেল বার্নিয়ের। ৩ মাস যেতে না যেতেই তাঁর সরকারের পতন। অনাস্থা ভোটে হেরে গেলেন তিনি। এর আগে ১৯৬২ সালে এভাবেই ফ্রান্সে সরকার পতন হয়েছিল। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগ পত্র জমা দেবেন মিশেল বার্নিয়ের।
পরবর্তী বাজেট পেশ করা নিয়ে তোলপাড় ফ্রান্সের রাজনীতি। এই পরিস্থিতিতে অনাস্থা ভোটের দাবি জানায় বিরোধীরা। তাঁদের দাবির ভিত্তিতে বুধবার ভোটাভুটি হয় ফ্রান্সের পার্লামেন্টে। সেখানে মিশেল বার্নিয়ের বিরুদ্ধে ৫৭৭ আসনের মধ্যে নিম্নকক্ষের ৩৩১ জন সদস্য ভোট দেন। এর মধ্যে রয়েছে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জোট এবং ডানপন্থী আরএন দলও।
ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলেন মিশেল বার্নিয়ের। মাত্র ৯১ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। ৭৪ দিনের জন্য স্থায়ী হয়েছে তাঁর সরকার।