প্রেস্টিজিয়াস লড়াই গুজরাত-মুম্বইয়ের, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ – শনিবার আইপিএলে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স। এই ম্যাচ দু দলের কাছেই প্রেস্টিজিয়াস লড়াই। এখনও পর্যন্ত মুম্বই হোক বা গুজরাত ১ টি করে ম্যাচ খেলেছে। তবে জয়ের মুখ দেখতে পায়নি কোনও দলই। দু দলের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই।
একেবারে হেলায় নেওয়াও উচিৎ নয় গুজরাতকে। শুভমন গিলের মতো তরুণ তুর্কি রয়েছে গুজরাতে। টাইটান্সের ব্যাটন ধরবেন তিনি। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ব্যাটার জস বাটলার থেকে বোলিংয়ে বিশ্বের অন্য়তম সেরা লেগ স্পিনার রশিদ খান রয়েছেন এই দলে। বোলিংয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিধ কৃষ্ণ, জেরাল্ড কোৎজেরা রয়েছেন গুজরাত শিবিরে।
গত মরসুমে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেই জন্য প্রথম ম্যাচে ছিলেন না তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কামব্যাক করছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। চোটের জন্য মুম্বই শিবিরে নেই জাসপ্রীত বুমরা। তবে স্বস্তির খবর ট্রেন্ট বোল্ট রয়েছেন মুম্বইয়ে। নজর থাকবে অভিজ্ঞ রোহিত শর্মার দিকে। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ –
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার, সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ –
রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্য়ান্টনার, করবিন বশ, দীপক চাহার, সত্যনারায়ণ রাজু, ট্রেন্ট বোল্ট