গুজরাত-পাঞ্জাবের মহারণ, দেখে নিন টাইটান্স-কিংসের সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ – মঙ্গলবার সন্ধ্যায় ১৮তম আইপিএলের যাত্রা শুরু করতে চলেছে গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস। দুই দলই যথেষ্ট শক্তিশালী। পাঞ্জাবের টিমকে বলাই চলে ‘মিনি অস্ট্রেলিয়া’। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জাভিয়ের বার্লেট, অ্যারন হার্ডি, জশ ইংলিশ মতো তাবড় তাবড় অস্ট্রেলিয়ানরা রয়েছে পাঞ্জাবে।
আবার আফগান অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাই, কিউই পেসার লকি ফার্গুসন, প্রোটিয়া বাঁ হাতি পেসার মার্কো জানসেনের মতো তারকারাও রয়েছে পাঞ্জাব কিংসে। গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাঁধে রয়েছে পাঞ্জাবের দায়িত্ব। অন্যদিকে গুজরাতকে হেলায় নেওয়াও উচিৎ নয়।
শুভমন গিলের মতো তরুণ তুর্কি রয়েছে গুজরাতে। টাইটান্সের ব্যাটন ধরবেন তিনি। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ব্যাটার জস বাটলার থেকে বোলিংয়ে বিশ্বের অন্য়তম সেরা লেগ স্পিনার রশিদ খান রয়েছেন গুজরাতে। লিংয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিধ কৃষ্ণ, জেরাল্ড কোৎজেরা রয়েছেন গুজরাত শিবিরে। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ –
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার, সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ –
প্রভসিমরন সিং, জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরব্রীত বার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল