গুজরাত-রাজস্থান মহারণ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ - বুধবার ১৮তম আইপিএলে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত ৪ টি ম্যাচ খেলেছে গুজরাত টাইটান্স। এর মধ্যে ৩ টিতে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে সম সংখ্যক ম্যাচ খেলে ২ টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস।
শুভমন গিলের মতো তরুণ তুর্কি রয়েছে গুজরাতে। টাইটান্সের ব্যাটন রয়েছে তাঁর কাঁধে। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ব্যাটার জস বাটলার থেকে বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান রয়েছেন এই দলে। বোলিংয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিধ কৃষ্ণ, জেরাল্ড কোৎজেরা রয়েছেন গুজরাত শিবিরে।
রাজস্থান রয়্যালসের একটা নেতিবাচক দিক হল ফিল্ডিং। প্রায় প্রতি ম্যাচে একাধিক সহজ ক্যাচ মিস করছেন ফিল্ডাররা। তবে পজিটিভ দিক একমাত্র ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের বড় রান এবং লোয়ার অর্ডারে ধ্রুব জুরেলের ঝোড়ো ইনিংস। তাঁদের সঙ্গ দিচ্ছেন কখনও রিয়ান পরাগ আবার কখনও নীতীশ রানা। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ –
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার, সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ -
যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা