গুজরাত বনাম লখনউ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, লখনউ – শনিবার আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টাস ও গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৫ ম্যাচ খেলে ৪ টি ম্যাচে জয় পেয়েছে গুজরাত। মাত্র ১ টি ম্যাচ হেরেছে তাঁরা। অন্যদিকে লখনউ সমসংখ্যক ম্যাচ খেলে ৩ ম্যাচে জয়ের হাসি হেসেছে।
চোটের জন্য একাধিক পেসার ছিটকে গিয়েছেন লখনউ শিবির থেকে। এর জেরে বেশ অস্বস্তিতে লখনউ। চোটের জন্য ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার মহসিন। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। চোট রয়েছে আবেশ খান এবং পেসার মায়াঙ্ক যাদবের। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে লখনউ। তবে অধিনায়ক পন্থের পারফরম্যান্সের একেবারে হতশ্রী।
শুভমন গিলের মতো তরুণ তুর্কি রয়েছে গুজরাতে। টাইটান্সের ব্যাটন রয়েছে তাঁর কাঁধে। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ব্যাটার জস বাটলার থেকে বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান রয়েছেন এই দলে। বোলিংয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিধ কৃষ্ণা, জেরাল্ড কোৎজেরা রয়েছেন গুজরাত শিবিরে। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ –
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার, সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ –
এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, আবেশ খান, রাজবর্ধন হাঙ্গারকেকর, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি