গুলমার্গে খোলামেলা পোশাকে র্যাম্প ওয়াক, সমালোচনার মুখে ক্ষমা চাইলেন আয়োজকরা
নিজস্ব প্রতিনিধি, গুলমার্গ - এক ফ্যাশন শোকে কেন্দ্র করে উত্তাল ভূস্বর্গ। যা আয়োজন করা হয়েছিল গুলমার্গে। যেখানে খোলামেলা পোশাকে র্যাম্প ওয়াক করেন মডেলরা। রমজান মাসে এমন অনুষ্ঠান করায়, তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন আয়োজকরা।
সূত্রের খবর, গত ৭ মার্চ গুলমার্গের এক স্কি রিসর্টে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন পোশাক শিল্পী শিবন ভাটিয়া ও নরেশ কুকরেজা। রমজানে ফ্যাশন শোয়ে খোলামেলা পোশাকে মডেলদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় ওঠে।
এক্স হ্যান্ডেলে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি লেখেন, "গুলমার্গে আয়োজিত ফ্যাশন শোয়ে অশ্লীল ছবি দেখা গিয়েছে। যা খুবই উদ্বেগজনক। পবিত্র রমজান মাসে এমন অশ্লীল ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক যে বেসরকারি হোটেল মালিকরা এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে। এটা আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের বিরোধী।"
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অফিসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, "গুলমার্গের ফ্যাশন শো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রমজান মাসকে অবহেলা করা হয়েছে। এটা খুবই স্পর্শকাতর বিষয়। আমার অফিস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। আমি ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছি। সেই ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"
সোমবার এই নিয়ে উত্তাল হয়ে ওঠে জম্মু ও কাশ্মীর বিধানসভা। সেখানে তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে ফ্যাশন শোয়ের আয়োজক পোশাক শিল্পী শিবন ভাটিয়া ও নরেশ কুকরেজা এক্স হ্যান্ডেলে লিখেছেন, "পবিত্র রমজান মাসে গুলমার্গে ফ্যাশন শোয়ের আয়োজন করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সৃজনশীলতা ও শিল্পের উদযাপন করা। আমরা কোনও ব্যক্তি বা কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমরা দুঃখিত।"