ফ্ল্যাট বিতর্কে জেরবার হাসিনার বোনঝি, ইংল্যান্ডের মন্ত্রীপদ থেকে ইস্তফা টিউলিপের
নিজস্ব প্রতিনিধি, লন্ডন – ফ্ল্যাট বিতর্কে জেরবার শেখ হাসিনার বোনঝি অর্থাৎ রেহানার মেয়ে তথা ব্রিটেনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। অবশেষে ইংল্যান্ডের মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন তিনি। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন টিউলিপ।
ইস্তফাপত্রে টিউলিপ লেখেন, “আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যে যতদিন আমি কাজ করেছি ততদিন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে বর্তমান সময়ে ট্রেজারির ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার কাজ চালিয়ে যাওয়া সরকারের কাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমি নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছি।“
টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে এই পদত্যাগপত্র গ্রহণ করতে হয়েছে। তবে সরকারে ওনার জন্য দরজা সর্বদা খোলা থাকবে।“
উল্লেখ্য, টিউলিপের বিরুদ্ধে হাসিনাঘনিষ্ঠ এক ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট টিউলিপকে দিয়েছিলেন ব্যবসায়ী আবদুল মোতালিফ। তাঁর বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামি লিগের নির্বাচিত সদস্য ছিলেন। দক্ষিণ-পূর্ব লন্ডনের বাসিন্দা আবদুল মোতালিফ।
মোতালিফের ঘনিষ্ঠদের দাবি, দুঃসময়ে আবদুল মোতালিফকে আর্থিক সাহায্য করেছিলেন টিউলিপের মা-বাবা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের একটি ফ্ল্যাট দিয়েছিলেন তাঁকে। যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৯৩ লক্ষ ৯৭ হাজার টাকা।
একটা সময় ওই ফ্ল্যাটে থাকতেন টিউলিপ। কিন্তু বর্তমানে সেখানে তিনি থাকেন না। পরিবর্তে ফ্ল্যাটে বসবাস করেন তাঁর ভাই-বোনেরা। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দেওয়া আর্থিক বিবরণীতে ওই ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। এর তীব্র বিরোধীতা করেন লেবার পার্টির কর্মকর্তারা।