বাইশ গজে হার্ট অ্যাটাক, বাউন্ডারি মেরেই মৃত্যু ক্রিকেটারের
নিজস্ব প্রতিনিধি, পুনে – আবারও খেলতে নেমে মাঠের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমরন সিকান্দার প্যাটেল নামের এক ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে পুনেতে। বাইশ গজেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাউন্ডারি মেরেই মৃত্যু হয় ইমরনের। অলরাউন্ডার হিসাবে খেলেন তিনি।
বৃহস্পতিবার পুনের গারওয়ারে স্টেডিয়ামে একটি ক্রিকেট ম্যাচ ছিল। সেই ম্যাচে খেলতে নেমে ছিলেন ৩৫ বছরের ইমরন। ব্যাট করতে নেমে একটি বাউন্ডারি মারেন তিনি। তারপরেই অস্বস্তি অনুভব করেন এই অলরাউন্ডার। হাতে ও বুকে ব্যথা করছে বলে আম্পায়ারকেও জানান তিনি।
পরিস্থিতি দেখে ইমরনকে বিশ্রাম নিতে বলেন আম্পায়ার। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ ইমরনের কাছে দৌড়ে যান আম্পায়ার ও ক্রিকেটাররা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা জানান, ইমরন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
ইমরনের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার সহ সতীর্থরা। ক্রিকেট খেলার পাশাপাশি একটি জুসের দোকানও চালাত ইমরন। তাঁর ৩ মেয়ে রয়েছে। মাস ৪ আগেই তাঁর ছোটো মেয়ে জন্ম নেয়।