image

রাজ্য / 04 December, 2024

হেল্পলাইন নম্বরে পানীয় জল নিয়ে জমা পড়ল অভিযোগ, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিভিন্ন কারণে ঠিক ভাবে পানীয় জল পাচ্ছেন না সাধারণ মানুষ। এই নিয়ে গতকাল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই কড়া পদক্ষেপ নিতে শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দফতর। শুরু হল হেল্পলাইন নম্বর। আর তাতে জমা পড়ল অভিযোগের পাহাড়।

 

সূত্রের খবর, পানীয় জলের বে-আইনি ব্যবহার নিয়ে ইতিমধ্যেই ২০ হাজার অভিযোগ সামনে এসেছে। এফ আই আর দায়ের হয়েছে ৪৬৭টি। পূর্ব মেদিনীপুরে ৬৬টি দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি, উত্তর ২৪ পরগনায় ৪৬টি, পূর্ব বর্ধমানে ২১টি, নদিয়াতে ৮৩টি, মুর্শিদাবাদে ৩৪টি, হাওড়ায় ১৪, হুগলিতে ৩১টি, পশ্চিম মেদিনীপুরে ৯টি, মালদহে ১৭টি, বীরভূমে ২০টি, বাঁকুড়ায় ৯টি, উত্তর দিনাজপুরে ১৩টি, দক্ষিণ দিনাজপুরে ২২টি, পশ্চিম বর্ধমান ও আলিপুরদুয়ারে ১৪টি, ঝাড়গ্রামে ১২চি, কোচবিহারে ১০টি, পুরুলিয়ায় ১৩টি, জলপাইগুড়িতে ২টি এবং দার্জিলিংয়ে ২টি এফআইআর দায়ের হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১৯০৬২ জায়গা থেকে অভিযোগ এসেছে বলে খবর।

 

বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। খাওয়ার জলের পাইপলাইন বসানোর কাজ ৯০ শতাংশ শেষও। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে, পাইপলাইন বসলেও খাওয়ার জল পৌঁছচ্ছে না। এক্ষেত্রে সরকারি পাইপ কেটে দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়। যে অভিযোগ নিয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে এদিন প্রশাসনের তরফে জানানো হয়েছে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের। সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যজুড়ে সেই কাজও চলছে।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics