News details

image

Rabi Mondal / 01 December, 2024

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি বন্দর, আলু রফতানি করা যাবে না বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - রবিবারের পর বন্ধ হচ্ছে বাংলাদেশে আলু রফতানি। স্লট বুকিং না হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা। তবে অন্যান্য সামগ্রী রফতানি স্বাভাবিক থাকবে বলেই খবর।

 

 আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করল রাজ্য সরকার। এ কারণে সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু রফতানি বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের রফতানি স্বাভাবিক থাকবে। এর আগে ২৬ নভেম্বর হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ রফতানি বন্ধ ছিল। পরে স্লট বুকিং চালু হওয়ায় পুনরায় রফতানি হয় পণ্য দুটি। রবিবার পূর্বের স্লট বুকিংয়ের ১৭ ট্রাক আলু রফতানি করা হয়েছে। এই পরিস্থিতিতে আলুর দাম বাড়বে বাংলাদেশে। সেই নিয়ে মাথায় হাত বাংলাদেশী ব্যাবসায়ীদের।

 

বাংলাদেশী ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, "ভারতে স্লট বুকিং চালু না হওয়া পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হবে না। আগের আলু বন্দরে ৫১ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। এরপর আলু না এলে আরও দাম বাড়বে।"