News details

image

Rabi Mondal / 06 December, 2024

বাংলাদেশে গ্রেফতার হিন্দু যুবক  

নিজস্ব প্রতিনিধি, ঢাকা – ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের পর এবার এক হিন্দু যুবককে গ্রেফতার করল বাংলাদেশের পুলিশ। বাংলাদেশে আইনজীবী হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফৎ খবর।

পুলিশ সূত্রে খবর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের অভিযোগে গ্রেফতার করা হ্যছে বছর ২৭-এর এক এক হিন্দু যুবককে। নাম রিপন দাস। চট্টগ্রামের আনোয়ার উপজেলার একটি ফার্মেসিতে কাজ করেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।  

আইনজীবী খুনের দিন যে ফুটেজ রয়েছে, তাতে বঁটি হাতে দেখা গিয়েছে রিপনকে। তাঁর বিরুদ্ধে খুনের পাশাপাশি পুলিশের কাজে বাধা, হামলা, আইনজীবীদের ওপরে হামলার অভিযোগ সহ ৬ টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় মোট ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, উত্তাল বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১ আইনজীবী। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নজিমউদ্দিন চৌধুরী জানান, আইনজীবী সইফুল ইসলাম আলমকে চেম্বারের নিচে ধরে কুপিয়ে খুন করে বিক্ষোভকারীরা। তাঁকে সইফপলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।