image

ইতিহাস ইস্টবেঙ্গলের, মহিলাদের ফুটবলে ভারতসেরা লাল-হলুদ 

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী – শুক্রবার মহিলাদের ফুটবলে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। এক ম্যাচ বাকি থাকতেই কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে জিতে IWL চ্যাম্পিয়ন হয়ে গেল লাল-হলুদের মহিলারা। মহিলাদের ফুটবলে ভারতসেরা মশাল বাহিনী। এর সুবাদে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র পেয়ে গেল ইস্টবেঙ্গল।   

প্রথমার্ধের শুরু থেকেই দুই দলের মধ্যে তুল্যমূল্য হয়। প্রথমার্ধ শেষে ম্যাচের ফলাফল ০-০। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে গোল করেন সৌম্য গুগুলোথ। গোল পরিশোধ করতে ব্যর্থ ওড়িশা এফসি। স্কোরলাইন ১-০। ১৩ টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। একটি ম্যাচে ড্র ও একটি ম্যাচে হেরেছে লাল-হলুদ। সব মিলিয়ে মশাল বাহিনীর পয়েন্ট ৩৪।

শেষবার ২০০৩-০৪ মরশুমে জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এরপর দীর্ঘ সময় কেটে গিয়েছে, কিন্তু কোনও ট্রফি আসেনি। অবশেষে দেশের প্রথম সারির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। বর্তমানে খুশির হাওয়া লাল-হলুদ শিবিরে। আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গলের ভক্তরা।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics