News details

image

Rabi Mondal / 16 November, 2024

মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিমতলাঘাট এলাকায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধ্বংসী অগ্নিকাণ্ড নিমতলা এলাকায়। মধ্যরাতে ভস্মীভূত হল এলাকার একাধিক কাঠের গোলা। রাত দেড়টা থেকে আগুন নেভানোর কাজ করছে দমকলের ২০টি ইঞ্জিন। তবে এখনো  নেভেনি আগুন।

সূত্রের খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে নিমতলা ঘাট এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডের কাঠের গোলায়। কাঠের গোলায় দাহ্য বস্তু থাকার ফলে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পাঁচটি দমকলের ইঞ্জিন আসে। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ঘটনাস্থলে আরও ২০টি ইঞ্জিন পৌঁছয়। আগের থেকে আগুনের তীব্রতা কমলেও সম্পূর্ণ নেভানো যায় নি আগুন। শনিবার সকালেও চলছে আগুন নেভানোর কাজ।

 বিধ্বংসী আগুনে সর্বশান্ত হয়েছে প্রায় ১৭ টি পরিবার ।পুড়ে গেছে তাঁদের ঘর বাড়ি। খবর পেয়ে মাঝরাতেই ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "দমকল আগুন নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছে। গুদামের ভিতরে কাঠ মজুত থাকায় আগুন কখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সেটা বলতে পারছি না।"