ফের উত্তপ্ত উত্তরপ্রদেশ, সম্ভলের পর হিংসার আগুন এটাহতে
নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – রবিবার সম্ভলে শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপ্রদেশ। সম্ভল শান্ত হতেই হিংসার আগুন ছড়াল এটাহতে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি ঘিরে এখনও পর্যন্ত ১৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্রের খবর, এটাহর জালেসার এলাকায় রফিক নামের এক ব্যক্তির নেতৃত্বে নির্মাণ কাজের প্রতিবাদ করেন কয়েকজন। জমির ধারে তৈরি করা পাঁচিল ভেঙে দেয় তাঁরা। পাথর ছোড়ারও অভিযোগ ওঠে। ভেঙে দেওয়া হয় একাধিক গাড়ি। উত্তেজনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফৎ খবর।
তাঁদের দাবি, এটাহর জালেসার এলাকার ওই জায়গা স্থানীয় দরগার। যা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এদিকে পুলিশের দাবি, ওই এলাকা মালিক অনিল কুমার উপাধ্যায় সহ অনেকে। এই নিয়ে দু পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এসএসপি শ্যাম নারায়ণ সিং সহ বিশাল পুলিশ বাহিনী। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ।