বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেলের দরজা বন্ধ ত্রিপুরায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা – দিনে দিনে ভারত বিদ্বেষ বেড়েই চলেছে বাংলাদেশে। প্রতি নিয়ত সে দেশের সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে আঁকা রয়েছে ভারতের জাতীয় পতাকা। তা মারিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে বাংলাদেশের পড়ুয়ারা। এই লজ্জাজনক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দিল ত্রিপুরা।
অল ত্রিপুরা হোটেল ও রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা ধর্মনিরপেক্ষ দেশে থাকি। এদেশে সমস্ত ধর্মের প্রতি সমান শ্রদ্ধা আছে। কিন্তু সে দেশে ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করা হয়েছে। যা সব সীমা অতিক্রম করে গিয়েছে। আমরা হোটেল কর্তৃপক্ষ হিসেবে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে আসা মানুষকে পরিষেবা দিয়ে থাকি। কিন্তু এবার থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল ঘর, রেস্তরাঁয় কোনও খাবার দেওয়া হবে না।“
উল্লেখ্য, এর আগে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার হাসপাতালগুলি। কলকাতার এক চিকিৎসক ও মানিকতলার একটি নার্সিংহোম কর্তৃপক্ষ বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আবার শিলিগুড়ির এক চিকিৎসক জানিয়েছিলেন, তাঁর চেম্বারে ঢোকার আগে ভারতের জাতীয় পতাকা প্রণাম করে ঢুকতে হবে বাংলাদেশিদের।