জমি সংক্রান্ত বিবাদ নিয়ে রণক্ষেত্র ফাঁসিদেওয়া, আগুনে পুড়ল বসতঘর
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - ফাঁসিদেওয়া ব্লকের চটহাট এলাকায় জমি নিয়ে পুরনো বিবাদের জেরে রীতিমতো উত্তেজনা ছড়াল। অভিযোগ, এক পক্ষ অপর পক্ষের ঘরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয় একটি রান্নাঘর ও বসতঘর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, হাগড়াগছ এলাকায় মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ছড়াল তীব্র উত্তেজনা। দুই পরিবারের মধ্যে শুরু হয় প্রবল বিবাদ। অভিযোগ , সেই সময় মহম্মদ সুকচান্দ ও তার লোকজন এসে অপরপক্ষ মহম্মদ আলমগিরির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে যায় একটি রান্নাঘর ও একটি বসতঘর। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে পুলিশ উভয় পক্ষের অভিযোগ বিবেচনা করে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয়দের অনুমান জমি সংক্রান্ত বিষয়ের জেরেই এই বিবাদ।
ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দা মহম্মদ আলমগিরের অভিযোগ, ' আমাদের এই জমির বিষয় নিয়ে থানায় অভিযোগ জানানো আছে। থানা থেকে বলা হয়েছে জমিতে যাতে কেউ হাত না দেয়। আজ সকালে ওরা বেড়া নিয়ে আসে, বাড়িতে কেউ ছিল না । ১৫-২০ জন মিলে বাড়ির পিছন দিক থেকে এসে আগুন লাগায়। ভাঙচুর করে। রান্নাঘর পুড়ে গেছে। আমি চাই আইন যেন এর সঠিক বিচার করে।'
যদিও অপরপক্ষের মহম্মদ সুকচান্দ তার বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করে বলেন, ' আমরা যখন বাড়িতে ছিলাম না তখন আমাদের জমিতে এসে বেড়া লাগাচ্ছিল। আমরা এসে রোধ করি তারপর ওরা নিজেরা কি বুঝল নিজেরাই তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। উল্টে আমরা বাড়ির পাম্পের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, ওরা আমাদের জমিকে নিজেদের জমি বলে দাবি করে। থানায় অভিযোগও করা হয়েছে তারপরও ওরা গায়ের জোর করে জমি দখল নেবে। আমি চাই আইন এর সঠিক বিচার করুক।'