News details

image

Rabi Mondal / 21 December, 2024

ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হাউথির 

নিজস্ব প্রতিনিধি, তেল আভিভ – ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হাউথি। যা ইরানের মদতপুষ্ট ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত। হামলার দায় স্বীকার করে নিয়েছে হাউথি। কমপক্ষে ১৬ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলের সেনা। 

ইজরায়েলের সেনা সূত্রে খবর, ব্রাক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। হাউথির তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের ছোড়া ক্ষেপণাস্ত্র একেবারে নিখুঁত লক্ষ্যে পড়েছে। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র ধ্বংসী শক্তি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে ইজরায়েলে ড্রোন হামলা চালিয়েছিল হাউথি। পাল্টা জবাব দিয়েছিল ইজরায়েলও। এরপর ৯ ডিসেম্বর ইজরায়েলের ইয়াভনে শহরে হামলা চালায় ইরানের মদতপুষ্ট ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী। এবার দেখার বিষয়, কীভাবে হামলা চালায় ইজরায়েল।