'পুলিশের এত সাহস হয় কী করে?' কসবাকাণ্ড প্রশ্ন দিলীপ ঘোষের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - চাকরি চাইতে গিয়ে বুধবার পুলিশের হাতে নির্মম ভাবে মার খেয়েছেন চাকরিহারাদের একাংশ। এই নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, যেখানে দরকার সেখানে হাত গুটিয়ে বসে থাকে পুলিশ। তিনি প্রশ্ন করেন, 'এত সাহস হয় কী করে পুলিশের?'
কসবাকাণ্ড নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "শিক্ষকদের পেটে লাথি মারছে? পুলিশের এত সাহস হয় কী করে? চোর-ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ে হাত দিতে পারে না। আর যাঁরা যোগ্য মানুষ, নিজেদের অধিকারের জন্য লড়ছেন, তাঁদের সঙ্গে অপরাধীদের মতো ব্যবহার করা হচ্ছে। কেন? প্রশ্ন তাঁর। পুলিশকে বিঁধে দিলীপের আরও বক্তব্য, দলদাসের মতো কাজ করছেন তাঁরা। একবারও ভাবছেন না, তাঁরা মানুষের জন্য কাজ করেন, কোনও সরকারের জন্য নয়। তৃণমূল সরকার একবার চলে গেছে কী অবস্থা হবে তাঁদের, একবারও ভেবে দেখছেন না।"
রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি আরও বলেন, "অবৈধ চাকরিপ্রার্থীর কাছে মমতার দলের লোকজন টাকা খেয়েছে। আর যে ১৮ হাজার বৈধ চাকরিহারা, তারা পুলিশের লাঠি খাচ্ছেন। এটাই হল মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তাঁর সরকার। তাঁদের থেকে কেউ ন্যায় বিচার আশা করে না।"