মহাকুম্ভ থেকে কত টাকা আয় হবে যোগী সরকারের? রিপোর্ট প্রকাশ
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ - দীর্ঘ ১২ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গেল মহাকুম্ভ মেলা। হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে। মহাকুম্ভ থেকে কত টাকা আয় হবে যোগী সরকারের? সেই রিপোর্ট প্রকাশ্যে এল।
রিপোর্ট অনুযায়ী, মেলায় যোগ দিতে আসা পুণ্য়ার্থীরা যদি ৫,০০০ টাকা খরচ করে তাহলে উত্তরপ্রদেশ সরকারের আয় হবে ২ লক্ষ কোটি টাকা। আর যদি পুণ্যার্থীরা গড়ে ১০,০০০ টাকা মেলায় খরচ করে, তাহলে প্রায় ৪ লক্ষ কোটি টাকা আয় করবে যোগী সরকার।
পৌষ পূর্ণিমায় প্রথম দিনে সকাল থেকে পূণ্যস্নান করলেন প্রায় ৫০ লক্ষ পূণ্যার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রয়েছে কড়া নিরাপত্তা। পূণ্যস্নানের জন্য পূণ্যার্থীরা প্রায় ৫ কিলোমিটার হেঁটে আসছেন। কেউ যাতে হারিয়ে না যায় সেই জন্য পূণ্যস্নানের পর পূণ্যার্থীদের জন্য আলাদা রাস্তার ব্যবস্থা করা হয়েছে।
মহাকুম্ভ মেলায় বসানো হয়েছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’। জোর দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তার উপরে। এমনকি সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। যার আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ।
মেলা সংলগ্ন রাস্তার বিভিন্ন বিক্রেতা, রিকশা চালকদের পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে। আখড়া, মহামন্ডলেশ্বর, খালসা, ডান্ডিবারা, খাকচৌক ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। এবার কুম্ভমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। সাধুদের আখড়া, সরকারি ও বেসরকারি পরিষেবা সংস্থাকে ১০ হাজার স্থান দেওয়া হবে। ২০১৯ সালে দেওয়া হয়েছিল ৫৫০০ টি স্থান।