image

দেশ / 20 February, 2025

ভারত-মায়ানমার সীমান্তে বাজেয়াপ্ত বিপুল অস্ত্র, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, মণিপুর - বড়সড় সাফল্য ভারত-মায়ানমার সীমান্তে। অভিযান চালিয়ে সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করল অসম রাইফেলস ও পুলিশের যৌথ বাহিনী। গ্রেফতার করা হয়েছে ১ জনকে।

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে তেঙ্গনুপাল জেলার মাওজং গ্রামের কাছে একটি চেকপোস্টে অভিযান চালায় অসম রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনী। অভিযান চালিয়ে সন্দেহভাজন ১ বাইকচালককে গ্রেফতার করে যৌথ বাহিনী। তার থেকে উদ্ধার হয়েছে একে ৫৬ রাইফেল, ৯ মিলিমিটার পিস্তল সহ একাধিক অস্ত্র।

ধৃত ব্যক্তি স্বীকার করেছে, কাংলিপাক কমিউনিস্ট পার্টি পিপলস ওয়ার গ্রুপের সঙ্গে যুক্ত সে। পাশাপাশি মায়ানমার সীমান্তের কাছে এসএল জুগাম এবং পয়েন্ট ১৬৮৩-তে অভিযান চালায় যৌথ বাহিনী। সেই অভিযান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। খোঁজ পাওয়া গিয়েছে ৩ টি বাঙ্কারের।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics