ফিরহাদের বক্তব্য ঘিরে কটাক্ষ হুমায়ূন কবিরের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - 'আগামী দিনে আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব' বলে মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এর পরেই রাজ্যে শুরু হয় তরজা। পুরমন্ত্রীর এই মন্তব্যেরই তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তবে শুধু বিরোধী দল নয়, ফিরহাদের মন্তব্যকে কটাক্ষ করেন খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
সোশ্যাল মিডিয়া পোস্টে ফিরহাদকে কটাক্ষ করে হুমায়ূন বলেন, ‘জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিমজি-কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। ৫ বাচ্চা- রিকশাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে দুবাচ্চা শিক্ষক-ডাক্তার নিদেনপক্ষে আমার মতো পুলিশ হওয়া ভাল নয় কি?’
সংখ্যাগুরু ও সংখ্যালঘুর বক্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন বলেন, 'হাকিম সাহেবের বক্তব্য শুনেছি। এই সব বলার আগে ভেবে চিন্তে বলা উচিত। উনি বলতে চেয়েছেন, এ রাজ্যে মুসলিম সমাজের মানুষরা সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠতায় চলে আসব। আমি ওঁকে কোরান পড়তে বলব। আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্টি করছেন। উনি এক শব্দে বিশ্বকে যেমন সৃষ্টি করতে পারেন, তেমনই এক শব্দে বিশ্ব শেষ করতে পারেন।'
বিধায়ক আরও বলেন, 'তিন কোন সম্প্রদায়ের মানুষকে বেশিদিন বাঁচিয়ে রাখবেন, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি ওঠাবেন সেটা উনি জানেন। এই নিয়ে ভেবেচিন্তে কথা বলা উচিত। হাকিম সাহেব কেন বলেছেন সেটা উনিই বলতে পারবেন। আল্লাহ কাউকে হিন্দু ঘরে পাঠাচ্ছেন, কাউকে ইসলাম ঘরে। কাজেই কার সংখ্যা কোথায় দাঁড়াবে সেই নিয়ে কথা বলার অধিকার কোনও মানুষের আছে কি না মানি না।'