আইনকে হাতিয়ার করে স্বামীকে হেনস্থা করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বর্তমানে অনেক বিবাহ বিচ্ছিন্না মহিলা আইনকে হাতিয়ার করে প্রাক্তন স্বামীকে হেনস্থা করে। এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সমস্ত বিষয় খতিয়ে দেহে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আইনকে হাতিয়ার করে স্বামীকে হেনস্থা করা যাবে না।
দেশের শীর্ষ আদালত জানায়, বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর কাছ থেকে প্রাক্তন স্ত্রী খোরপোষ বাবদ যে অর্থ পান, তা তাঁকে দেওয়া হয়, কারণ তিনি বিবাহ বিচ্ছেদের আগে যেভাবে জীবন যাপন করতেন, তা যাতে বজায় রাখতে পারেন। স্ত্রীরা যাতে তাঁদের জীবন যাপনের সম্মানজনক মান বজায় রাখতে পারেন।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর বেঙ্গালুরু থেকে উদ্ধার করা হয় ৩৪ বছরের অতুল সুভাষের নিথর দেহ। তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। অভিযোগ, স্ত্রী এবং তাঁর পরিবার একাধিক বার হেনস্থা করেছে তাঁকে। অতুলের স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রজু করে পুলিশ। অতুল সুভাষ উত্তরপ্রদেশের বাসিন্দা। বেঙ্গালুরুতে কর্মসূত্রে থাকতেন তিনি।
আত্মহত্যা করার আগে অতুল সুভাষ ২৪ পাতার একটি সুইসাইড নোট ও একটি দীর্ঘ ভিডিয়ো বার্তায় জানিয়ে গিয়েছেন, কীভাবে তাঁর প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যরা খোরপোষ আদায়ের নামে তাঁর উপর লাগাতার অত্যাচার করেছেন।