News details

image

Rabi Mondal / 27 November, 2024

স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিনিধি, হুগলি - স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালো স্বামী। কিন্তু ভাগ্যের জোরে রক্ষা পেলেন স্ত্রী। গুলি গলার চেনে লেগে বেরিয়ে যায়। আহতের নাম কালা মালি। 

 

সূত্রের খবর, ব্যান্ডেলের মানসপুর এলাকার বাসিন্দা কালা মালি। স্বামী কিষান মালি পেশায় অটো চালক। মঙ্গলবার রাত আট টা নাগাদ বাড়িতে আসে কিষান। তারপর হঠাৎ কালা মালিকে গুলি করে পালিয়ে যায় সে। কিন্তু গুলিটি কালার গলার চেনে লেগে ছিটকে যাওয়ায় প্রাণে বাঁচে সে। যদিও আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি হন মহিলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত কিষাণ কে আটক করা হয়েছে । সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।

 

পুলিশ সূত্রে খবর, কালা মালির প্রথম পক্ষের স্বামী খড়গপুরে থাকেন। তাদের একটি মেয়ে আছে। বছর আটেক আগে কিষান মালির সঙ্গে সে ব্যান্ডেলে চলে আসে। তারপর থেকে মানসপুর এলাকায় থাকতেন তিনি। এই ঘটনায় এই বিষয়ে কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তবে কোথা থেকে কিষান অস্ত্র পেল, সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। 

 

এই বিষয়ে আক্রান্ত কালা মালি জানিয়েছেন, "আমরা চার বছর ধরে মানসপুরে ভাড়া থাকি। আমার স্বামী মদ খেয়ে এসে প্রায় দিন বাড়িতে ঝামেলা করে । রোজই আমায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এদিন সন্ধায় আমি ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম । বাড়ি ফিরে কিষাণ হঠাৎ করে বন্দুক বের করে। তার পর গুলি চালিয়ে পালিয়ে যায়। আমার গলায় একটি সিটি গোল্ডের চেন ছিল, তাতে লেগে গুলি বেরিয়ে যায়। ভাগ্যের জোরে বেঁচে গেছি।"