স্ত্রীকে কটূক্তি! সেই কারণে বন্ধুকে খুন করল স্বামী
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - মদের আসরে বউকে নিয়ে কটুক্তি করছে বন্ধু। সেই কারণে বন্ধুকে কুপিয়ে খুন করলো স্বামী। মৃতের নাম পরিতোষ পান্ডে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরে।
সূত্রের খবর, সোমবার সকালে মিষ্টির দোকানে কর্মরত পরিতোষ পান্ডের দেহ উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। পরিতোষের দেহের মাথায় ও গলায় কাটা দাগ ছিল। এর পরেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে পরিতোষ যে মিষ্টির দোকানে কাজ করত সেই মিষ্টির দোকানে কর্মরত অন্য কর্মী বিশ্বজিৎ দাস মিসিং আছে সকাল থেকে। তার পরেই শুরু হয় বিশ্বজিৎয়ের খোঁজ। সোমবার বিকালে বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে বিশ্বজিৎকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ।
অভিযুক্ত বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় রবিবার রাত্রে তারা দুজনে একসাথে পরিতোষের বাড়িতে বসে মদ খাচ্ছিল। সেই সময় পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করে। সেই কারণে পরিতোষকে মারধর করে ও বটি দিয়ে গলায় আঘাত করে বিশ্বজিৎ। তারপর বাড়ির ভেতরে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় বিশ্বজিৎ। তবে শুধু কি বউয়ের প্রতি কু-মন্তব্য নাকি টাকা পয়সা সংক্রান্ত কোনো জটিলতা আছে সে বিষয়ে খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।