আমনে সামনে হায়দরাবাদ-গুজরাত, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ – রবিবাসরীয় সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৩ ম্যাচে খেলে মাত্র ১ টিতে হারের মুখ দেখেছে গুজরাত। অন্যদিকে চার ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে অরেঞ্জ আর্মি।
সানরাইজার্সের ব্যাটিং হোক বা বোলিং সব বিভাগই যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ে যেমন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি রয়েছেন তেমনই বোলিংয়ে অধিনায়ক প্যাট কামিন্স থেকে মহম্মদ শামি আছেন। সবথেকে বড়ো কথা অরেঞ্জ আর্মির অধিনায়কের দায়িত্বে রয়েছেন বিশ্ব জয়ী অধিনায়ক প্যাট কামিন্স।
শুভমন গিলের মতো তরুণ তুর্কি রয়েছে গুজরাতে। টাইটান্সের ব্যাটন ধরবেন তিনি। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি ব্যাটার জস বাটলার থেকে বোলিংয়ে বিশ্বের অন্য়তম সেরা লেগ স্পিনার রশিদ খান রয়েছেন এই দলে। বোলিংয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিধ কৃষ্ণ, জেরাল্ড কোৎজেরা রয়েছেন গুজরাত শিবিরে। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ –
শুভমন গিল (অধিনায়ক), জস বাটলার, সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ -
ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, রাহুল চাহার, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা