আইপিএল, দেখে নিন উদ্বোধনী ম্যাচে কেকেআর-আরসিবির সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। তবে আরসিবির ঝুলি শূন্য। দু দলের প্লেয়াররা তৈরি নিজেদের সেরাটা দিতে। এখন শুধু সময়ের অপেক্ষা কোন দল শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে।
প্রস্তুতি এবং স্কোয়াড দেখে যা মনে হচ্ছে, অভিজ্ঞতার উপরেই ভরসা রাখবে কেকেআর। ওপেনিংয়ে দেখা যেতে পারে কুইন্টন ডি’কক ও অজিঙ্ক রাহানেকে। এরপর ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। আরসিবির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফিল সল্ট ও রজত পাতিদারকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে লেগ স্পিনার সূয়াশ শর্মাকে। তবে ব্যাটিং বিপর্যয় হলে স্বপ্নিল সিং। ম্যাচ শুরুর আগে দেখে নিন উদ্বোধনী ম্যাচে কেকেআর-আরসিবির সম্ভাব্য একাদশ।
কেকেআরের সম্ভাব্য একাদশ –
কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অংক্রিশ রঘুবংশী, আজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে
আরসিবির সম্ভাব্য একাদশ –
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, টিম ডেভিড, রশিক সালাম দার, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল