আইপিএল নিলাম, পন্থ ২৭ কোটিতে লখনউয়ে, শ্রেয়সের নতুন ঠিকানা পাঞ্জাব
নিজস্ব প্রতিনিধি, জেড্ডা - আইপিএল ২০২৫-এর নিলাম চলবে দুদিন ধরে। সৌদি আরবের জেড্ডায় বসেছে নিলামের আসর। প্রথম দিনেই সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। আগের মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো শ্রেয়াস আইয়ারের নতুন ঠিকানা পাঞ্জাব কিংস।
ঋষভ পন্থকে ২৭ কোটি দিয়ে কিনে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে আপাতত সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। এবার শ্রেয়াস আইয়ারকে রিটেন করেনি কেকেআর। অথচ তাঁকে নিয়েই কার্যত টানাটানি করল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত শ্রেয়াসকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল পাঞ্জাব।
১১.২৫ কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদে গেলেন ঈশান কিষাণ। মহম্মদ শামিকে ১০ কোটির বিনিময়ে দলে নিল সানরাইজার্স।