আইএসএল, এগিয়ে থেকেও বেঙ্গালুরুর কাছে হার মহামেডানের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ঘরের মাঠে এগিয়ে থেকেও বেঙ্গালুরুর কাছে হারতে হল মহামেডানকে। ফের আইএসএলে হারের মুখ দেখতে হল সাদা-কালো বিগ্রেডকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ২-১ ব্যবধানে হেরে গেল মহামেডান। সাদা-কালো বিগ্রেডকে হারিয়ে লিগ টেবিলে ফের শীর্ষস্থান দখল করে নিল বেঙ্গালুরু।
মাত্র ৮ মিনিটেই লবি মানজোকির অনবদ্য গোলে এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধে হাজার চেষ্টা করেও গোলের খাতা খুলতে পারেনি বেঙ্গালুরু। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে মহামেডান। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। হাজার লড়াই করেও গোলের মুখ দেখতে পাচ্ছিলেন না সুনীলরা।
৮২ মিনিটের মাথায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে নিখুঁত দক্ষতায় গোল করে স্কোরলাইন ১-১ করেন সুনীল ছেত্রী। যদিও পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। অতিরিক্ত সময়ের একে বারে শেষে এসে অর্থাৎ, ৯০+৯ মিনিটে ফ্লরেন্ট অগিএর আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। স্কোরলাইন ১-১।