News details

image

Rabi Mondal / 05 December, 2024

সূর্যের রহস্যভেদে ইসরো, সফল উৎক্ষেপণ প্রোবা-৩-র 

নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ – বৃহস্পতিবার সূর্যের রহস্যভেদের পথে আরও এক ধাপ এগোল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় প্রোবা-৩-র।

প্রথমে বুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হওয়ার কথা ছিল প্রোবা-৩-র। কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে ইউরোপীয় স্পেস এজেন্সির এই সৌর পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহকে নিয়ে রওনা দেয় ইসরোর ওয়ার্কহর্স রকেট পিএসএলভি-সি৫৯। 

এই কৃত্রিম উপগ্রহ করোনাগ্রাফ ও অকাল্ট যানের মিশেল। এই দুই মহাকাশযানের মোট ওজন ৫৪৫ কেজি। যা সূর্যের ছটার ছবি তুলতে সক্ষম। সূর্যকে ঢেকে দেবে অকাল্ট ও ছবি তুলবে করোনাগ্রাফ। ইসরোর পিএসএলভি-সি৫৯ রকেটের দৈর্ঘ্য ৪৪.৫ মিটার। ওজন ৩২০ টন।  

এক্স হ্যান্ডেলে ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, “সফল লিফ্ট অফ! মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৫৯। ইসরোর প্রযুক্তিগত দক্ষতায় ইএসএ-র যুগান্তকারী প্রোবা-৩ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন। যা এক আন্তর্জাতিক অভিযানের সূচনা করল। আন্তর্জাতিক সহযোগিতা ও ভারতের মহাকাশ সাফল্যের সমন্বয় উদযাপনের এক গর্বের মুহূর্ত।“