"আমায় ফাঁসানো হচ্ছে", পুলিশি জেরায় দাবি সোনা পাচারের অভিযুক্ত রানিয়ার
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু – সোনা পাচারের অভিযোগে গত বুধবার দুবাই থেকে ভারতে ফেরার সময় বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে। পুলিশি জেরায় তাঁর দাবি, "আমায় ফাঁসানো হচ্ছে"।
আইনজীবীর কাছে রানিয়া রাও জানান, "মানসিক অবসাদে ভুগছি। আমি ঘুমোতে পারছি না। বিমানবন্দর থেকে গ্রেফতারির স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে।"
সূত্রের খবর, গত ১ বছরে ৩০ বার দুবাই গিয়েছেন রানিয়া রাও। আর ১৫ দিনে ৪ বার দুবাই সফরে গিয়েছিলেন রানিয়া রাও। তদন্তকারীদের কাছে খবর ছিল দুবাই থেকে সোনা পাচার করছেন তিনি। তাঁর উপর নজর রাখছিলেন তদন্তকারীরা। গত সোমবার দুবাই থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন রানিয়া। সেই সময় তল্লাশি চালিয়ে তাঁর কোমরের বেল্ট ও জ্যাকেটের গোপন পকেট থেকে ১৪ কেজির সোনার বার ও ৮০০ গ্রামের সোনার গয়না বাজেয়াপ্ত করে পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রানিয়ার বাবা আইপিএস আধিকারিক রামচন্দ্র রাও। কর্নাটক পুলিশের ডিজিপি র্যাঙ্কের এক আধিকারিক তিনি। অভিযোগ, বাবার উচ্চপদের চাকরির প্রভাব খাটিয়ে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে চেকিং ছাড়াই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতেন কন্নড় অভিনেত্রী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর আগে একাধিকবার এভাবে সোনা পাচার করে করেছেন রানিয়া।
২০১৪ সালে মাণিক্য সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন রানিয়া রাও। ২০১৬ সালে তামিল সিনেমা ‘ওয়াঘা’ এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা ‘পটাকি’তে অভিনয় করেছেন তিনি।