image

রাজ্য / 18 January, 2025

'আপনার ওপর ভরসা রেখেছিলাম', বিচারকের সামনে কেঁদে ভাসালেন নির্যাতিতার বাবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শনিবার আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস৷ এরপরেই বিচারককে ধন্যবাদ জানান নির্যাতিতার বাবা-মা।যদিও সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন বলে আগেই জানিয়েছিলেন তাঁরা।

   সূত্রের খবর, শনিবার দুপুরে শিয়ালদা আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন বিচারক অনির্বাণ দাস। এ দিন বিচারকের রায়দানের সময় আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা৷বিচারক রায়দান শেষ করার পরই উঠে দাঁড়ান নির্যাতিতার বাবা৷ বিচারক অনির্বাণ দাসের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার উপর ভরসা রেখেছিলাম। আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি৷

   এরপর আদালতের বাইরে এসেও নির্যাতিতার বাবা বলেন, "বিচারের প্রথম সিঁড়ি আজকে আমরা পার করেছি৷ যাতে আমরা দ্বিতীয় সিঁড়িতে উঠতে পারি, আর উনি এরকমই কিছু একটা রায় দেবেন, আমাদের এই বিশ্বাস ছিল৷ বিচারককে ধন্যবাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, যেভাবে বিচারক এই বিষয়টিকে দেখেছেন তাতে আমরা ওনার কাছে কৃতজ্ঞ৷"

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics