News details

image

Rabi Mondal / 01 December, 2024

অবাধে চলছে কাঠ পাচার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - হাতির গতিবিধিতে নজর রাখতে ব্যস্ত বনকর্মীরা। সেই সুযোগে অবাধে গাছ কাটছে দুষ্কৃতীরা। চলছে লাখ লাখ টাকার কাঠ পাচার। এবার পাচার চক্রের পর্দা ফাঁস। গ্রেফতার ৪।

 

হাতি গতিবিধি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে ব্যস্ত ছিলেন বনকর্মীরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল অবাধে থেকে গাছ কেটে চলছিল কাঠ পাচার। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় হানা দেয় বনদফতরের আধিকারিকরা। ৩লক্ষ টাকার চেরাই কাঠ সহ গ্রেফতার হল ৪ পাচারকারী। ধৃতদের থেকে কাঠ ছাড়াও একটি চারচাকা ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বাগডোগরা বনদফতর।

 

 এই ঘটনায় সঞ্জীত রাই, সবুজ বর্মণ, সুরত বর্মণ ও প্রকাশ বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই বিষয়ে বনদফতরের এক আধিকারিক বলেন, "বনকর্মীদের ব্যস্ততার সুযোগ নিয়ে এই চক্র বিভিন্ন আসবাবপত্রের দোকানে কম দামে মূল্যবান কাঠ পাচার করত। আপাতত ৩ লক্ষ টাকার কাঠ উদ্ধার হলেও এর পরিমাণ আরও বাড়বে।"