News details

image

Rabi Mondal / 25 November, 2024

ছোটোপর্দায় তারকার আসর, একই মঞ্চে একগুচ্ছ অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বর্তমানে বাংলির সন্ধেবেলায় স্টার জলসা, জিবাংলার সঙ্গে জায়গা দখল করেছে সান বাংলা। এবার তারকাদের সঙ্গে দর্শকের মিলনের উৎসব নিয়ে হাজির সান বাংলা। সান বাংলার নতুন শো 'প্রাণের উৎসব' এ হাজির এক গুচ্ছ তারকা।

 

সান বাংলার 'প্রাণের উৎসব'-এ একসঙ্গে দেখা যাবে টলিপাড়ার চার নায়িকাকে। মানালি দে, দীপান্বিতা রক্ষিত, খেয়ালী মন্ডল ও তিয়াসা লেপচাকে দেখা যাবে গানের ছন্দে পা মেলাতে। নাচে, গানে, আড্ডায় জমে উঠবে এই অনুষ্ঠান। 

 

১ ডিসেম্বর, রবিবার সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে তারকাখচিত 'প্রাণের উৎসব'। জানিয়ে অত্যন্ত উৎসাহী মানালিরা। সবাই একটাই কথা জানিয়েছে এই শো তে অংশগ্রহণ করতে পেরে তাদের খুব ভালো লাগছে।