News details

image

Rabi Mondal / 14 December, 2024

আগামী দিনে আমরা সংখ্যাগুরু হব: ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফের বিতর্কে জড়ালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। একটি অনুষ্ঠানে ফিরহাদ রাজ্য ও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেন। সেই সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

 শনিবার আলিপুর ধনধান্য স্টেডিয়ামে এডুকেশনাল কনফারেন্সে আসেন ফিরহাদ হাকিম। এদিন অনুষ্ঠানে ফিরহাদ বলেন, "কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম। কিন্তু এটা হওয়া উচিত নয়। আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে দেওয়া হয়নি। আগামী দিন কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সবথেকে বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের উঠতে পারবে না।বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু, দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”

 ফিরহাদ হাকিমের এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সাম্প্রদায়িক কারা, এটা আর বলতে হবে না। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে উঠতে না পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে।”

 এই নিয়ে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এটা কি ঘৃণা ভাষণ নয়? ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির এটা ব্লুপ্রিন্ট। ইন্ডি জোটের শরিকরা কেন চুপ? ফিরহাদের এই মন্তব্য নিয়ে তাঁদের মতামত জানানোর চ্যালেঞ্জ জানাচ্ছি।”