ট্যাব দুর্নীতিতে পুলিশের জালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপির মালিক
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - ট্যাব দুর্নীতিতে তোলপাড় বাংলা। প্রতিদিন জেলায় জেলায় চলছে গ্রেফতারি। এবার পুলিশের জালে ধরা পড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সি এসপির মালিক। ধৃতের নাম মনোজ চৌধুরী।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম এর অভিযানে গ্রেফতার ১। বুধবার সন্ধ্যায় ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপির মালিক মনোজ চৌধুরীকে গ্রেফতার করে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেফতার হওয়া মনোজ চৌধুরীর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পশ্চিম জেলেপাড়া গ্রামে। গতকাল তার দোকান থেকে বেশ কয়েকটি পেনড্রাইভ সহ কিছু নথি বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তুলে রিমান্ডে নেবে সাইবার ক্রাইম থানা। এই চক্রে আরো কারা কারা রয়েছে তার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ।
চলতি মাসের শুরুতেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম পুলিশ প্রশাসন। ট্যাবের টাকা কোন অ্যাকাউন্টে গিয়েছে, কোন কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পোর্টালে লগ-ইন করা হয়েছে সেই সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে একাধিকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷