image

দেশ / 15 January, 2025

জলপথে শক্তি বৃদ্ধি ভারতের, ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন মোদির

নিজস্ব প্রতিনিধি, মুম্বই – জলপথে শক্তি বৃদ্ধি করছে ভারত। ১৫ জানুয়ারি, সেনাবাহিনী দিবস। এই দিন মুম্বইয়ে নৌসেনার ৩ টি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

সূত্রের খবর, এদিন আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি ও আইএনএস ভাগশির বা ‘হান্টার কিলার’ সাবমেরিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ৩ যুদ্ধজাহাজকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন মোদি।

বিশ্বের বৃহত্তম মিশাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে অন্যতম আইএনএস সুরাট। যা অটোমেশন এবং অর্ডন্যান্সের ক্ষেত্রে অনেক বেশি উন্নত। এই যুদ্ধজাহাজ উন্নতমানের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। আইএনএস সুরাটের সিংহভাগ নির্মাণ হয়েছে ভারতে। 

১৭এ স্টিলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ আইএনএস নীলগিরি। শিবালিক-ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি অত্যাধুনিক। দিল্লিতে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো থেকে তৈরি হয়েছে আইএনএস নীলগিরির ডিজাইন।

Kalvari-class Project 75-এর অন্তর্ভুক্ত আইএনএস ভাগশির। এই যুদ্ধজাহাজ তৈরি হয়েছে ফ্রান্সের নৌবাহিনীর সাহায্যে। শত্রুদের নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে আইএনএস ভাগশির। অ্যান্টি-সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে কাজ করতে  সক্ষম।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics