কলকাতা থেকে নতুন রুটে আন্তর্জাতিক বিমান চালু ইন্ডিগোর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ২৭ ডিসেম্বর থেকে নতুন রুটে আন্তর্জাতিক বিমান চালু করেছে ইন্ডিগো। কলকাতা থেকে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত ফ্লাইট পরিষেবা দেবে ইন্ডিগো। এই জন্য ইন্ডিগোকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
ভারত ও থাইল্যান্ডের মধ্যে ৯৩ টি সাপ্তাহিক ফ্লাইট চালাবে ইন্ডিগো। এর মধ্যে কলকাতা-ব্যাংকক রুটে ১১ টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে এই বিমান সংস্থা। ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা-ফুকেট রুটে প্রতিদিন চালানো হবে বিমান। এই রুটটি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটনকে শক্তিশালী করবে।
ইন্ডিগো সূত্রে খবর, কলকাতা-ফুকেট রুটে বিমানের ১ জানুয়ারি ভাড়া ৮,৩৯২ টাকা। ৩ এবং ৪ জানুয়ারি ভাড়া ১২,৮৮৬ টাকা। ৫ জানুয়ারি ভাড়া ১০,৬৬৫ টাকা। ফিরতি রুটে ১ জানুয়ারি ভাড়া ৮,৮২২ থাই ভাট, ৩ জানুয়ারি ভাড়া ১০,৪২৭ থাই ভাট, ৪ জানুয়ারি ভাড়া ৯,৩২৭ থাই ভাট এবং ৫ জানুয়ারি ভাড়া ৭,৮৫৪ থাই ভাট।
সোমবার, মঙ্গল ও শুক্রবার, ফ্লাইট 6E 1901, কলকাতা থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৬ টায় (ভারতীয় সময় অনুযায়ী)। ফুকেট পৌঁছাবে সকাল ১০টা ৪০ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী)। বুধ ও শনিবার ফ্লাইট কলকাতা থেকে সকাল ৬.৫০ টায় ছাড়বে এবং সকাল ১১টা ৩৫ মিনিটে ফুকেট পৌঁছবে। রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছেড়ে ফুকেট পৌঁছবে সকাল ১১টা ৪০ মিনিটে।
সোম ও মঙ্গলবার ফিরতি ফ্লাইট 6E 1902 ফুকেট থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়বে কলকাতা পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে। বুধ ও শনিবার ফুকেট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে ছাড়বে কলকাতা পৌঁছবে দুপুর ২টো ২০ মিনিটে। শুক্রবার ফুকেট থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবে। রবিবার ফুকেট থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছাড়বে কলকাতায় পৌঁছবে দুপুর ২টো ২০ মিনিটে।