ভারত-অস্ট্রেলিয়া দৌরাত্ম্য
নিজস্ব প্রতিনিধি, পারথ – রাত পোহালেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ হবে পারথের অপ্টাস স্টেডিয়ামে। প্রথম টেস্ট ম্যাচে রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পেসার জাসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৭.৫০ মিনিটে। তবে নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল ৭.২০ মিনিট নাগাদ টস হবে। ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১-এ। মোবাইলে ডিজনি প্লাস হটস্টার ও ডিডি স্পোর্টসেও দেখা যাবে প্রথম টেস্ট ম্যাচ।