ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিনিধি, পারথ - আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ হবে পারথের অপ্টাস স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে ব্যাট করা প্রথম দল সমস্যায় পড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। প্রথম দিন বাদ দিলে বাকি ৪ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও আকাশ মেঘলা থাকতে পারে।
প্রথম টেস্টে বৃষ্টি হলে প্রভাব পড়তে পারে টসে। ভারত যদি টস হেরে আগে ব্যাট করে তাহলে বিপদে পড়তে পারেন ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই প্রযোজ্য। বিশেষজ্ঞ মহলের মত অনুযায়ী, টেস্টের প্রথম ২ দিন গতি ও বাউন্স থাকতে পারে। ফলে ব্যাটারদের জন্য খেলা সহজ হবে।