News details

image

Rabi Mondal / 23 November, 2024

ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট, বৈঠক কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, রাঁচি – ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভোট গণনায় বিজেপি টক্কর দিলেও এখন এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে দীর্ঘ ২৪ বছরের ইতিহাস কি ভাঙতে চলেছেন হেমন্ত সোরেন? গত ২৪ বছরে ঝাড়খণ্ডে কোনও দল দ্বিতীয়বার সরকার গঠন করেনি। এবারের ফল যদি হেমন্ত সোরেনের পক্ষে হয়, তাহলে প্রথমবার তাঁর দল ঝাড়খণ্ডে দ্বিতীয়বার সরকার গঠন করবে।
 
ঝাড়খণ্ডে ইন্ডিয়ার জোটসঙ্গী জেএমএম সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরই রাঁচিতে গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে কংগ্রেস। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট ৪৯ টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি জোট এগিয়ে রয়েছে ২৯ টি আসনে। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে কোন দল সরকার গঠন করে এখন সেদিকে তাকিয়ে সকলে। 

উল্লেখ্য, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট। ঝাড়খণ্ডে মোট ৮১ টি বিধানসভা আসন রয়েছে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ৪২ টি আসন। এবার ঝাড়খণ্ডে ভোটের হার বেড়েছে প্রায় ৪ শতাংশ। এবার বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন মহিলারা।