image

দেশ / 27 November, 2024

ইজরায়েল-হিজবুল্লার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ ভারতের

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – অবশেষে লেবাননের আকাশ থেকে সরতে চলেছে যুদ্ধের কালো মেঘ। যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল ও ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লা। তাঁদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তাও দিয়েছে বিদেশমন্ত্রক।   

এক বিবৃতি দিয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, “ইজরায়েল ও লেবাননের মধ্যে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা স্বাগত জানাই। আমরা সব সময়ই বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তির পথে ফেরার আহ্বান জানিয়ে এসেছি। আশা করছি এই পদক্ষেপ গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে।“  

মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইজরায়েলের মন্ত্রীসভা। পরে নীতিগত ভাবে যুদ্ধবিরতির চুক্তিতে অনুমোদন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আপাতত ২ মাসের জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মাস পর পরিস্থিতি অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics