News details

image

Rabi Mondal / 08 December, 2024

অভিশপ্ত অ্যাডিলেডে ফিকে ভারত, কামিন্সদের তাণ্ডবে গোলাপি বলে নাস্তানাবুদ রোহিত বাহিনী

নিজস্ব প্রতিনিধি, অ্যাডিলেড – গোলাপি বলে অজিদের বিরুদ্ধে যে ভারতের হার প্রায় নিশ্চিত, তা বোঝা গিয়েছিল টেস্টের দ্বিতীয় দিনের শেষে। তৃতীয় দিনের সকালেই ম্যাচ শেষ। কামিন্সদের তাণ্ডবে কার্যত দিশেহারা হয়ে গেল রোহিত বাহিনী। ১০ উইকেটে ম্যাচ জিতে টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরাল অস্ট্রেলিয়া। অভিশপ্ত অ্যাডিলেডে ফের গো-হারা হার ভারতের।

অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের সকালে ব্যাট হাতে তাণ্ডব করলেন ট্রাভিস হেড। আর সন্ধ্যা হতেই গোলাপি বলে ভারতের ব্যাটারদের কংকালসার চেহারা সামনে চলে এল। রোহিত-বিরাটের ব্যাট থেকে এল মোট ১৭ রান। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে রোহিত বাহিনী। তৃতীয় দিনে ভারতের স্কোরবোর্ডে সংযোজন মাত্র ৪৭ রান। 

যশস্বী জয়সওয়াল ২৪(৩১) রান, শুভমন গিল ২৮(৩০) রান তুলে আউট হয়ে যান। ঋষভ পন্থ ৩১ বলে ২৮ রান ও নিতিশ কুমার রেড্ডি ৪৭ বলে ৪২ রান তুলে সাজঘরে ফেরেন। বাকিরা প্রায় ব্যর্থ। কামিন্সদের বাউন্সে ১০ রানের গণ্ডি টপকাতেই হিমশিম খেয়ে গেল ভারতের ব্যাটাররা। অজিদের হয়ে প্যাট কামিন্স ৫ টি, স্কট বল্যান্ড ৩ টি, মিচেল স্টার্ক ২ টি উইকেট শিকার করেন। 

ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ১৭৫ রান। অজিদের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৯ রান। নাথান ম্যাকসোয়েনি ১২ বলে ১০ রান ও উসমান খওয়াজা ৮ বলে ৯ রান তুলে অপরাজিত ছিলেন। অজিদের জয় নিশ্চিত করে দেন তাঁরাই। 

প্রথম ইনিংসে ৩৩৭ রান তোলে অস্ট্রেলিয়া। হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের কার্যত শাসন করে গেলেন ট্রাভিস হেড। ১৪১ বলে ১৪০ রান তুলেছেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭ টি চার ও ৪ টি ছয় দিয়ে। এছাড়া নাথান ম্যাকসোয়েনি ১০৯ বলে ৩৯ রান ও মার্নাস লাবুশেন ১২৬ বলে ৬৪ রান তুলে সাজঘরে ফেরেন। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা ৪ টি, মহম্মদ সিরাজ ৪ টি, রবিচন্দ্রন অশ্বিন ১ টি ও নিতিশ কুমার রেড্ডি ১ টি করে উইকেট নেন। 

প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.১ ওভারে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে ১৮০ রান তোলে রোহিত বাহিনী। পারথে যশস্বী জয়সওয়াল ঝড় তুললেও অ্যাডিলেডে রানের খাতা খুলতেই ব্যর্থ। লোকেশ রাহুলের অবদান ৩৭(৬৪) রান। নিতিশ কুমার রেড্ডি ৫৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে সর্বাধিক রান তিনি তুলেছেন। অজিদের হয়ে মিচেল স্টার্ক একাই ৬ টি উইকেট তুলে নেন। এছাড়া প্যাট কামিন্স ২ টি, স্কট বল্যান্ড ২ টি করে উইকেট নেন।